বৃষ্টির প্রত্যাশা
আরমানউজ্জামান
শহরে বৃষ্টি নামলে ভিজে যাবে খোলা উদ্যানের ভালোবাসা
ভিজে যাবে, যে মেয়েটি খোলা জানালার পাশে দাঁড়িয়ে রোজ আকাশ দেখে!
সবুজ পল্লব আবার ফিরে পাবে জীবনের গল্প এবং কিছু বৃষ্টি ভেজা সংলাপ !
রিক্সা চালক ভেঁজা কাক হয়ে দাবি করবে
চেনা যে কোন গন্তব্যে আগের চেয়ে একটু বেশি!
প্রণয়ী হয়ত তার প্রেমিকে বলবে, চল ভেজা যাক বৃষ্টিতে;
আজ আমরা বৃষ্টি ছুঁয়ে দেখব কী মাদকতা আছে তাতে।
বেরসিক প্রেমিক বলবে,
ওহ তুমি না! বৃষ্টি আবার ছুঁয়ে দেখবার কী আছে!
বরং ভিজলেই ঠান্ডা চেপে বসবে তোমার অধরে!
মুঠো ফোনে কথা বলতে গেলেই শুনব কাশির শব্দ!
তারচেয়ে বরং বারবিকিউ আর পরটার সাথে
নিয়ে নেয়া যাক ধোঁয়া ছড়ানো কফির গন্ধ!
আমিও চাই আজ এই শহরে বৃষ্টি হোক।
তবে শহরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য নয়,
নয় বস্তির জীবনকে আরো বিপন্ন করার প্রত্যয়ে!
নয় অকারণে বৃষ্টির জলে অযাচিত প্লাবনের প্রত্যাশায়!
ভিন্ন অন্য কারণে আমি বৃষ্টি চাই
যাতে আমার অশ্রুরা বৃষ্টির সাথে মিলেমিশে যায় একাকার হয়ে;
আবার এমনও হতে পারে
অনেকটা দিন-ই তো বৃষ্টি ছুঁয়ে দেখা হয় না জীবনের উল্লাসে!