স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ: নাটোরের নলডাঙ্গায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার দুপুরে তিনি এই পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরে তিনি খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভায় বলেন- পরিবেশে ও কৃষক রক্ষায় সরকার কেটি কোটি টাকা ব্যায়ে খাল খনন করছে।
এ সময় এমপি শফিকুল ইসলাম শিমুল আরো বলেন, ভুগর্ভস্থ পানির অপচয় রোধে এবং প্রাকৃতিক পানির সঠিক ব্যাবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে খোলাবাড়িয়া থেকে ত্রিমোহনী পর্যন্ত মোট ২৫ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। এর ফলে প্রায় দেড় হাজার হেক্টর জমির প্রায় তিন হাজার কৃষক পরিবার সেচ সুবিধার আওয়ায় আসবে।
অনুষ্ঠানে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জান মনির, সহকারী প্রকৌশলী আসানুল করিম,উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মতিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।