পুণ্যশ্লোক
অনিন্দিতা সেন
ঈশ্বরী কাঁদে অরন্যের মাঝে একা,
কখনো বুঝি চেয়েছিলে তাকে
নিবিড় করে বুকের আঁচে
আলিঙ্গনের নিবিড় খেলায়
বকুল বিছানো পথটুকু যে ঢাকা!
সুর কেটে যায় হঠাৎ কেমন
ছায়াবিহীন শিউলিতলা
পোড়ো বাড়ির অলিন্দ খানি
পরিত্যক্ত ফাঁকা।
আশাবরির অচঞ্চল ধুনে সন্ধ্যা রাগের
ইমন…মারোয়ার খুশিতে নামে
বসন্তের মুখারি,
আলোর গায়ে মেঘ সরে যায়
শাপলা শালুক রঙধনু ভোর
বর্নচ্ছটায় রঙের আকাশ
অযাচিত রূপরেখা!
ভোরের নদীর পবিত্র স্নানে
ঈশ্বরী… পুণ্যশ্লোক…
অনাবাদি মায়াবৃতা!