Homeঅর্থনীতিনাটোরে গোপাল ভোগ আম নামানোর মধ্যে দিয়ে আম সংগ্রহ শুরু

নাটোরে গোপাল ভোগ আম নামানোর মধ্যে দিয়ে আম সংগ্রহ শুরু

নাটোরে গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে আম সংগ্রহ
স্টাফ রিপোর্টার, নাটোর :
নাটোরে গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে আম ম্সংগ্রহ। দুপুরে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকায় একটি বাগানে গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবি পাল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, কৃষি অফিসার মোমরেজ আলী সহ বাগান মালিকরা।
এসময় জেলা প্রশাসক জানান, নিরাপদ আম আহরনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আম পরিবহনের জন্য ডাক বিভাগের কুরিয়ার সার্ভিস এবং ম্যাংঙ্গ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অপরিপক্ক আম পাড়া কেউ যেন বাজার জাত করতে না পারে সেজন্য বাগানগুলো নজরদারী রাখা হয়েছে।
এই বছর নাটোর জেলায় ৫হাজার ৮৫৭ হেক্টর জমিতে ১৩টি জাতের আমের উৎপাদন হয়েছে। এতে ৯৫ হাজার মেট্রিকটন আম উৎপাদন হবে বলে আশাবাদি কৃষি বিভাগ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments