দেয়া-নেয়া
অমল বিশ্বাস
সামলে নেবো
দেয়া-নেয়া দুই-ই আমার আছে।
পথ ঘুরে ঘরে এলে
জেলের জালে ধরা পড়বে শ্যামলা মুখ;
ঢাল বেয়ে পথ নেমে গেলে
সামনে নদীর জলে ফের কলকাকলী,
সমস্যায় উদ্বেগ নেই।
সেদিন গল্পচ্ছলে
অভিমানী দৃষ্টিতে চিত্রায়িত হয়েছিলো
কামনার সংগীতে শ্রদ্ধাবোধ
একটি নরম মন স্পর্শ করেছিলো চোখ।
কল্পনায় হাতের তালুতে
যখন আনমনে আঙুল ঘোরাচ্ছিলাম
চোখের জলছবিতে দেখলাম
চিরচেনা যুগলবন্দী সুখ
শ্যামলারঙের মুখে ঘনিষ্ঠ ঠোঁটের ছাপ,
সে সম্মতি দিয়েছিলো দেয়া আর নেয়ায়
যা আমার দুই-ই আছে।