কালসময়
এম. আসলাম লিটন
.
সুনীল আকাশ জুড়ে বারুদের খেলা চলে
দাম্ভিক হুঙ্কারে ঝরে পড়ে দানবিক লালা
ধিকিধিকি বয়ে চলে রক্তের নদী
ভেসে যায় মানুষের পচাগলা লাশ!
এত যে শ্রেষ্ঠত্বের দাবি- তার নমুনা কোথায়?
কোথায় সে রহমত; শান্তি-সরবর?
মিঠা মিঠা সুমধুর স্বর্গীয় বাণী? গালভরা বুলি?
কোথায় সে তোমাদের পূণ্যপশার?
স্তুতিমালা ছুঁড়ে ফেলে, বন্ধু এবার পথে নামি
নতুন গল্প লিখি আগামীর দেয়ালে
নতুন কোন সুরে বাঁধি গান; অবাধ্য সুর
সেই সুরছন্দে ঝরনারা নেচে উঠুক
পাথরের বুক চিরে প্রস্ফুটিত হোক ফুল
গারদের শিক ভেঙে ডানা মেলে উড়ে যাক শান্তিকপত
খুনঝরা নদীস্রোতে বয়ে যাক আনন্দের অমীয়ধারা!
প্রাণে প্রাণে এসো বাঁধি প্রাণ
আড়মোড়া ভেঙেচূরে স্থবির মগজে দেই শান!