নাটোরে সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ:
নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের আয়োজনে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন চলছে। সকাল সকাল পৌনে দশটা থেকে নাটোরের সকল সাংবাদিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে। তারা রোজিনা ইসলাম এর মুক্তির দাবি জানান সেইসাথে দোষী আমলাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সরকারের প্রতি। বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমলারা কখনোই নিজেদের মালিক ভাবতে পারেন না তারা প্রজাতন্ত্রের কর্মচারী।
বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতির জন্য আমলারা সর্বতোভাবে দায়ী। রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি দুর্নীতিবাজ আমলাদের বিচারের দাবি জানান সাংবাদিক নেতারা। নাটোরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, ইউনাইটেড প্রেসক্লাবের সাবেক সভাপতি নবিউর রহমান পিপলু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।