সাহসের তূণ হাতে
আসাদজামান
এই কান্না তোমার আমার এই কান্না সবার
এই কান্না অন্যায়ভাবে মিথ্যে দোষী হবার।
এই কান্না ভালোর জন্য, সত্যের উদ্রেক
এই কান্নায় কাঁদছে জাতি, কাঁদছে বিবেক।
এই কান্না তোমার আমার প্রতিবাদে ভাসে
এই কান্নায় অপরাধী কাঁদবে দেখো ত্রাসে।
এই কান্না প্রতিবাদের, সাহসের তূণ হাতে
এই কান্না শোকের কি ? দুঃখ- বেদনাতে!
এই কান্নায় বুক ফেটে যায়, প্রশ্নবিদ্ধ দেশ !
এই কান্না না বুঝলে, ক্রমাগত জাতি শেষ।
এই কান্না শোক না হয়ে হোক লেলিহান শিখা
এই কান্না অন্ধকারে ফেরাক আলোর দিশা।
১৯.০৫.২০২১