Homeসাহিত্যশিশির ভেজা পথ - বাপ্পি সাহা এর কবিতা

শিশির ভেজা পথ – বাপ্পি সাহা এর কবিতা

শিশির ভেজা পথ
বাপ্পি সাহা

চলার পথ অনেক সময় এলোমেলোই হয়।
যখন ভাবনায় পড়ি তখন আকাশ
পানে চেয়ে নিজের অস্তিত্বের কথা ভাবি-

অবাক হই- আকাশে খেলা করা মেঘের রঙকনা
স্বপ্নদলেরা ভেসে বেড়ায় আমার আদিগন্ত জুুড়ে।

বিশাল পৃথিবীতে
বিশাল আয়োজন
পাখিগুলো উড়ে বেড়ায় শূন্যে।
চেয়ে দেখি আমি চেয়ে দেখি।

আকাশের শরীরে বিশাল কোলাহল
কখনো এদিকে কখনো-বা ঐদিকে।
দূর থেকে বহুদূরে-
উড়ে আসা সারিসারি পাখির মেলা।

‌মানুষ মানুষে আজ কতো জল্পনা কতো কল্পনা
কখনো বিভেদ কখনো ভালোলাগা কখনো হয় ভালোবাসা।

কখনো হয় বিবেক দংশন। মানবতার হানাহানি
কখনো-বা পাশাপাশি অদৃশ্য প্রেম
রীতি-নীতির মন মুখোশের আড়ালে
আজো মনের অহমীকা মিথ্যের যতো আয়োজন।

বিকশিত সত্যের পথ চাই।
নরম সুন্দর সকাল চাই।
শিশির ভেজা পথে আমি হাঁটতে চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments