তোমার জন্যে
জীতেন্দ্র দাস জিতু
শুধু তোমার জন্যে
স্থাবর জঙ্গম যা কিছু সব
তোমার জন্যে।
অদৃশ্য যতো আছে নয়ন অগোচরে
সব তো পারি না তুলে দিতে তোমার হাতে
শুধু অমৃত রাখি নিজের জন্যে
গরল দিই অপরে বাটি।
শুধু মুখে বলি সব
তোমার জন্যে!
ভাগ করতে পারি না, জীবন মৃত্যু
তবুও বলি বালাইষাট, দূরে যাক
জীবন আমার মৃত্যু তোমার!
এতো অবিচার নিজের সঙ্গে
সুন্দর রচিলেন বিধাতা
আমায় রাঙাতে,
কুৎসিত সব তোমার জন্যে।
আয়ু খুঁজি আপন ভূমে
প্রকৃতি মাড়াই শক্ত দু’পায়ে
কতো নির্লজ্জ হলে
হাত পাতি আরো দাও আরো দাও বলে
সবই চাই শুধু আমার জন্যে।।
…………………