ইশারা
বিপুল অধিকারী
যে গন্ধ ভেসে আসে,
সহসা সর্পিল বাতাসে—
বহন করে তোমারই বার্তা, প্রগাঢ় অস্তিত্ত্বের প্রলেপ;
আর বদলে দেয় কম্পমান রঙের আস্তরণ,
জমে থাকা মেঘেদের বিস্তার।
–
তখন বৃক্ষদের সহজতা আমাকে পেয়ে বসে;
প্রগলভ পল্লবদল অপেক্ষমাণ—
সমূহ বর্ষণ এক আনন্দ-স্নানের মন্ত্র জপায়,
হৃদস্পন্দন-ঝলসিত কিন্নর ইশারায়।
–
দূর সীমানায় তোমার যাবতীয় আয়োজন
পরিব্যাপ্ত হয়, ধ্বনিময়-গন্ধে ভেজা বাতাসে—
ধির নৃত্যে—রক্তের তন্ত্রীতে তন্ত্রীতে।
৩০ বৈশাখ ১৪২৪
১৩ মে ২০১৭
ধানমণ্ডি, ঢাকা