বৃষ্টিস্নাত সন্ধ্যায়
আসাদজামান
এই মন কেন বারে বারে তোমাকে তোমাকে চায়?
আসি আসি করে তুমি এলে যেন বৃষ্টিস্নাত সন্ধ্যায়।
ভিজে ভিজে মন, কত উৎসবী আয়োজন
তোমার আলতা রাঙা পায়, রঙ ঝরে ঝরে যায়।
তোমার ঐ দুটি চোখে যদি নবীন বর্ষা নামে
যায় মন ভিজে যায়, ওগো চোখের লোনা ঘামে।
বহু পথ ঘুরে ঘুরে সেই রোদ্দুরও খেলায়,
তুমি আসতে চেয়েছিলে ঠিক দুপুরও বেলায়।
তোমার শরীর জোড়া ছবি এঁকেছে কোন কবি?
সারাদেহের ক্যানভাসে কেবল তোমার মুখচ্ছবি।
মনটা তোমার ভেতর ভেতর কিসের-ই গান গায়!
আসি আসি করে তুমি এলে,যেন বৃষ্টিস্নাত সন্ধ্যায়।
১৩.০৫.২০২১