ভুলে ভরা ঈদ
-ইসাহাক আলী
ফজর নামাজটাও করে কাযা
সারা মাসেও রাখোনি রোযা
তবে কিসের ঈদ,
দাড়াও গিয়ে ঈদের মাঠে চোখে কাঠেনি নিদ।
প্রতিবেশির জীর্ণ দেহে
নোংড়া ধোয়া পুরান কাপর,
তোমার ঘরে খুশব আতর
নতুন কাপরের ভীড়
আসলে কি ঈদ তোমার আরাধ্য অধীর।
ফিতরার কথা নেইতো মনে
খুশব কেনো মাংস কেনো পোলাও করমা
বাহারী,
ফিতরার টাকা পকেটে রেখে
নতুন টাকায় পরবী দাও ভাবখানা জমিদারি।
যাকাতের হিসাব দ্যাখোনি কষে
কত টাকা হিস্যা দরিদ্র মজলুমের
লাইনে দাড়িয়ে কাপর বিলাও
নাম ফুটে যাক চারিপাশে,
যাকাত তো দান নয় সেটা
অধিকার গরীবের।
মনের মধ্যে হিংসার ঝুলি
হৃদয়ে পোষা পাপ রেখে করো নেকামি কোলাকুলি।
হাজার বছর এমন ভুল করে
প্রকৃত ঈদ আসেনি ওরে
তাই বলি ভাই ভুল পথ ছাড়ো
নামাজ রোযা সব করো
সাদকাহ দাও ফিতরা দাও
করো যাকাত আদায়
তাহলেই হবে ঈদ তোমার
আত্মা হবে প্রশান্তিময়।