Homeআইন আদালতনাটোরের নলডাঙ্গা ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেল সহ চারজন আটক

নাটোরের নলডাঙ্গা ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেল সহ চারজন আটক

নলডাঙ্গা, নাটোর নিউজ: নাটোরের নলডাঙ্গা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও তাদের বহনকারী ২টি মোটরসাইকেলসহ ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পিপরুলের হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন হোসেন(৩৩) পারভবানীপুর গ্রামের জিন্নত আলীর ছেলে আরজান হোসেন (৩২), নাটোরের নললডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে বুলবুল প্রামানিক (২৬) এবং বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দিন দেওয়ানের ছেলে সবুজ ইসলাম (২০)।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিপিসি -২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি টিম, নলডাঙ্গার পাটুল হাপানিয়া বাজারে অভিযান চালায়। এ সময় ২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ সুজন, আরজান, বুলবুল ও সবুজকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments