গুরুদাসপুর,নাটোর নিউজ: নাটোরের গুরুদাসপুরে রবিন হোসেন(২০) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার তুহিন, মারুফ হোসেন,কাওছার আহম্মেদ,আলামিন হোসেনসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত রবিনের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত রবিন খামারনাচকৈড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ টার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারের সরকারপ্লাজা বিল্ডিংয়ের একটি কক্ষে আটকে রেখে তাকে মারপিট করা হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়। অভিযোগ সূত্রে আরো জানাযায়, রবিনের নিকট থাকা নগদ ৫০ হাজার টাকা ও ২০ হাজার টাকা দামের মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তিরা। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখমপ্রাপ্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।