সিংড়া, নাটোর নিউজ:
নাটোরের সিংড়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুলের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হযেছে।বুধবার সকালে সিংড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র,হতদরিদ্র,অসহায় হকদারদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০০ টি ঈদ সামগ্রীর প্যাকেট বিতরন করা হয। হিলফুল ফুযুল কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা,সহসভাপতি মাওলানা আতিকুর রহমা শাদী,মাওলানা ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এই ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে লাচ্চা, চিনি ও গুড়া দুধ।