নীলাঞ্জনা
মল্লিকা বড়ুয়া
আমি নীলা,
পাথর নই, মানুষ
তাও পুরোপুরি নয়, অর্ধেক।
কারণ, আমি নীলা
আমি নারী
নারী কখনো মানুষ হয় না,
হয় সেবাদাসী,চরিত্রহীনা।
হয় পতিতা, অভিধান বলে
পতিতার কোন পুংলিঙ্গ নেই
এখানে নারীদের একচ্ছত্র
আধিপত্য।
মেয়েদের কোন বন্ধু হয় না,
থাকতে নেই।
যদি ও বা কারো হয়
সে আর কারো বউ হবার
অধিকার রাখে না,
সমাজ তাকে নিয়ে মশকরা করে
ডাকবে নীলাঞ্জনা।
কিন্তু তার ঘর হবে না
চরিত্রহীনা সে।
ডিম আর নারী
নাকি একই রকম
ছুঁলেই যার চরিত্র নষ্ট হয়!!!!
এতোই যাদের চরিত্রে দোষ
সমাজ কি পারে
তাদের একঘরে করতে??
তাই যদি না হবে
তবে কেন এতো কৃপণতা
তাদের ন্যায্য
অধিকার দিতে??
মুখ থেকে নীলাঞ্জনা
না ডেকে
অন্তর দিয়ে, অনুভবে বুঝিয়ে দাও
নীলাঞ্জনা শুধুই তোমার,
তোমাদের,
এ বিশ্ব সংসারের।