নাটোর নিউজ: করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিক, উকিল বারের মুহুরী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী ও মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বমোট ১৮৫ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ মানবিক সহায়তা বিতরণ করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় সব সময় জনগণের পাশে আছে সরকার। মানবিক সহায়তা প্রদান থেকে শুরু করে কর্মহীনদের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিয়ম কানুণ ও জন সচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলন জনাব গোলাম রাব্বী, স্থানীয় সরকার বিভাগ, জনাব উমা চৌধুরী,মেয়র নাটোর পৌরসভা, জনাব মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জনাব এ্যাড.সিরাজুল ইসলাম, বিজ্ঞ পিপি, নাটোরসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।